Logo

জাতীয়

মাইলস্টোনে ক্লাস শুরু ২৭ জুলাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৮:০৭

মাইলস্টোনে ক্লাস শুরু ২৭ জুলাই

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। 

বুধবার (২৩ জুলাই) রাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাসও চালু করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, আমরা বড় ধাক্কা খেয়েছি। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফিরিয়ে আনতে এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া যায়। ফলে পরদিন থেকেই প্রতিষ্ঠানটির সব শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনার সময় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিভাবক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর