Logo

জাতীয়

উত্তরায় বিমান দুর্ঘটনা

দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৩:১৫

দগ্ধদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রোগীদের সেবায় চীনের জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকাস্থ চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এ দলটি ২৪ জুলাই (বুধবার) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। ঢাকায় পৌঁছেই দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও অবস্থা মূল্যায়নের কাজ পরিচালনা করবে।

পৃথক আরেক বার্তায় চীনা দূতাবাস আরও জানায়, এরই মধ্যে বাংলাদেশ ও চীনের চিকিৎসকদের মধ্যে ভিডিও কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও বৈঠক করেন।

বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র রোগ বিশেষজ্ঞরা যৌথ এ আলোচনায় অংশ নেন। এতে সাম্প্রতিক দুর্ঘটনায় গুরুতর আহতদের অবস্থা পর্যালোচনা ও তাদের জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন তারা।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর