
বর্তমানে শুধু ভোটার হালনাগাদ কার্যক্রমের সময় মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায়। তবে, এখন বছর জুড়ে ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়ার ক্ষমতা চান নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রাজশাহী) মো. দেলোয়ার হোসেন বিষয়টি উপস্থাপন করেন। তার এই প্রস্তাবে একমত পোষণ করেন খুলনা, ফরিদপুর ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, ভোটার তালিকা হতে মৃত ভোটার কর্তন কার্যক্রম কেবলমাত্র হালনাগাদের সময় করা হয়ে থাকে। কিন্তু এ কার্যক্রম সারাবছর চালু রাখা প্রয়োজন।
তিনি আরও জানান, সভায় এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
- এসআইবি/এটিআর