
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছেন আরও পাঁচ চিকিৎসক।
বৃহ্স্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সবশেষ আগত এই মেডিকেল টিমে রয়েছেন, চাও উইং কিট চেস্টার, ওয়ে গুয়েরু, তান কুই ইউয়েন, ওয়ং জোলিন ও আইরিন ওয়ং মেই জিন। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গঠিত বিশেষজ্ঞ দলের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং প্রয়োজনে কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন।
এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক ঢাকায় আসেন। পরদিন রাতে আসেন আরও তিন চিকিৎসক। তারা হলেন, সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, মিসেস পুন লাই কুয়ান এবং ম লিম ইউ হান জোভান ।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুরের এই মেডিকেল টিম আহতদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখবে। প্রতিটি রোগীর অবস্থা পৃথকভাবে পর্যালোচনা করে তারা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। এজন্য প্রতি ১২ ঘণ্টা পরপর চিকিৎসা পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে।