Logo

জাতীয়

বিশেষ অভিযান

২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬২০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৬:৩৮

২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬২০

ছবি : সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৭১ জন। আলোচ্য সময়ে মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬২০ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে বিদেশি ওয়ান শুটারগান একটি, শটগানের কার্তুজ ২ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড, চাকু একটি ও লোহার তৈরি দেশীয় পাইপগান একটি।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর