Logo

জাতীয়

মাইলস্টোন স্কুল অনিরাপদ এলাকায়, সরিয়ে নেওয়ার আহ্বান বিআইপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ২২:০০

মাইলস্টোন স্কুল অনিরাপদ এলাকায়, সরিয়ে নেওয়ার আহ্বান বিআইপির

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কার্যত অনিরাপদ এলাকায় অবস্থিত বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়ার মধ্যে পড়ায় জননিরাপত্তার স্বার্থে স্কুলটি অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।

শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর বাংলামটরে বিআইপির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা : জননিরাপত্তা এবং উন্নয়ন নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায় ও করণীয়’ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন বিআইপির যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়, রানওয়ের পরবর্তী ১৩ হাজার ফুট এলাকাকে ‘অ্যাপ্রোচ এরিয়া’ ধরা হয়, যেখানে বিমান উড্ডয়ন ও অবতরণ করে। এ এলাকায় জনসমাগম হয় এমন কোনো স্থাপনা যেমন—স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি থাকা উচিত নয়, যদিও কারিগরি অনুমোদন থাকলেও এটি নিরাপদ নয়।

বিআইপি সভাপতি আদিল মুহাম্মদ খান বলেন, ‘ভবিষ্যতে দুর্ঘটনা ঘটলে মৃত্যুর মিছিল ঠেকানো সম্ভব হবে না। উন্নয়ন নিয়ন্ত্রণের মৌলিক নীতি উপেক্ষা করে ঢাকার মতো জনবহুল এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা অনুমোদন চরম অব্যবস্থাপনার ইঙ্গিত দেয়।’

তিনি আরও বলেন, রানওয়ে ও ফ্লাইং জোনে যে সব স্থাপনা উচ্চতা বা ব্যবহারের নিয়ম লঙ্ঘন করেছে, সেগুলো অপসারণ বা সংশোধন করতে হবে। প্রয়োজনে বাড়তি অংশ ভেঙে ফেলার কথাও বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির সহ-সভাপতি শাহরিয়ার আমিন, সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান, কোষাধ্যক্ষ ড. মোসলেহ উদ্দীন হাসান এবং বোর্ড সদস্য আবু নাঈম সোহাগ।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর