বিমান বিধ্বস্ত
আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৪

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৫৫

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৯ জন।
এদিকে, শুক্রবার (২৫ জুলাই) হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
এসআইবি/এমবি