মাইলস্টোনে বিমান বিধ্বস্ত
বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পাচ্ছেন ২ শিক্ষার্থী

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৫:১১

সংবাদ সম্মেলনে কথা বলছেন বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন | ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর অবস্থা উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া দুই শিক্ষার্থীরদের মধ্যে দুই জনের অবস্থার উন্নতি হয়েছে। তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।
তবে ৪ জনের অবস্থা এখনো সংকটাপন্ন বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে আজ সকালে হাসপাতালটিতে চিকিৎসকধীন মৃত্যু হয় দুই জনের। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের (সরকারি হিসাব মতে)। আর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন।
- এসআইবি/এটিআর