Logo

জাতীয়

রোববার খুলছে না মাইলস্টোন, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৭:০৪

রোববার খুলছে না মাইলস্টোন, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

সোমবার মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজে সেনা সদস্যরা | ছবি : সংগৃহীত

বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যেন দীর্ঘস্থায়ী না হয়, সেটিই আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আমরা প্রথমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছি। কারণ এমন এক ভয়াবহ ঘটনার পর শিক্ষার্থীদের মনে যে ভয়, আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে, তা সময় ও সহানুভূতির মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। আমরা অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেছি এবং ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্যাম্পাসে পুনরায় স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস শুরুর তারিখ নিয়ে আমরা হুট করে কিছু ঘোষণা দিতে চাই না। 

এর আগে, গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরদিন থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর