Logo

জাতীয়

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু সেপ্টেম্বরে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:১০

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু সেপ্টেম্বরে

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বরে শুরু হয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে টানা তিন মাস— নভেম্বর পর্যন্ত।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পুলিশ নয়, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ও জোরদার করা হচ্ছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় সভাগুলোও শুরু হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনের সময় সারাদেশে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকে ‘ন্যাশনাল রেসপন্স টিম’ হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

সরকার মনে করছে, প্রশিক্ষণ ও বাহিনীগুলোর সমন্বিত প্রস্তুতির মাধ্যমে আগামীর নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য হবে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর