Logo

জাতীয়

নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৬:৫৯

নির্বাচনে মাঠে থাকবে ৬০ হাজার সেনাসদস্য : প্রেস সচিব

সাংবাদিকদের ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৬০ হাজার সেনাসদস্য মাঠে মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকবে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও থাকবে।’

তিনি আরও বলেন, ‘আশা করছি সেনাবাহিনী নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।’

সংবাদ সম্মেলনে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে শফিকুল আলম জানান, ‘ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। যেন কোনো তথ্য গোপন না থাকে এবং দুর্বলতা না দেখা দেয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যেন কার্যকর সমন্বয় থাকে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সংঘাতমুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার উপায় এবং নির্বাচনকেন্দ্রিক সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তর আলোচনা হয়।

প্রেস সচিব জানান, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর মাঠে থাকা এই প্রস্তুতিরই অংশ।

এনএমএম/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রেস সচিব সংসদ নির্বাচন সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর