Logo

জাতীয়

পুলিশের ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৭:৫৬

পুলিশের ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সরকার জনস্বার্থে বাংলাদেশ পুলিশের চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, তারা হলেন- ডিআইজি আতিকা ইসলাম, সংযুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিআইজি মো. মাহবুব আলম, সংযুক্ত: রেলওয়ে পুলিশ, ঢাকা, ডিআইজি মো. মনির হোসেন, সংযুক্ত: শিল্পাঞ্চল পুলিশ, ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, সংযুক্ত: পুলিশ টেলিকম, ঢাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে সরকার তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তারা আর্থিক ও অন্যান্য অবসর সুবিধা পাবেন।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর