স্বরাষ্ট্র উপদেষ্টা
চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় নয়

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:০৩
---2025-07-28T175903-6887670e9f4b5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাঁদাবাজি সহ্য করা হবে না এবং চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। চাঁদাবাজ যত শক্তিশালীই হোক কিংবা যে পরিচয়ই দিক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগস্ট মাস থেকে ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য হবে পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
মাদকের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চলছে। মাদক বহনকারীদের ধরা গেলেও এখনো গডফাদারদের ধরা যাচ্ছে না। তবে তাদের ধরার প্রক্রিয়া চলছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন ও তার পূর্ববর্তী সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনী ও সংস্থাকে সমন্বিতভাবে মাঠে নামানো হবে।
- এনএমএম/এমআই