Logo

জাতীয়

তিতাসের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:১৯

তিতাসের অভিযানে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পরিচালিত বিশেষ অভিযানে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও সাভারে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা হয়েছে অর্থদণ্ড।

তিতাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ জুলাই (রবিবার) মুন্সীগঞ্জ জেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২.৫ কিলোমিটার এলাকায় ২৫০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি প্রায় ২০০ ফুট বিতরণ লাইন এবং ২৫০ ফুট সার্ভিস লাইন অপসারণ ও জব্দ করা হয়েছে। অভিযানে ৩ জন গ্রাহককে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে ২টি এবং বকেয়া পরিশোধ না করায় ৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে ২টি স্থানে অভিযান চালানো হয়। বরাব বাসস্ট্যান্ড এলাকায় নিউ আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ৩/৪ ইঞ্চি ডায়ামিটার সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, ডহরগাঁও এলাকায় ৩ কিলোমিটার জুড়ে প্রায় ৭০০ বাড়ির ২ হাজার চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ১৭০ ফুট পাইপ, ১টি স্টার বার্নার, ২টি ইনস্পিরেটর বার্নার এবং ১টি প্যাকেজ বার্নার জব্দ করা হয়।

এছাড়া, সাভারে তিতাসের বিক্রয় বিভাগের পৃথক অভিযানে গ্রাহক মেসার্স রিং শাইন টেক্সটাইল লিমিটেডের বকেয়া পরিশোধ না করায় উভয় রানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার রোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এমআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর