দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১,৫০৭

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৪১
-68877e1d1b923.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে ১ হাজার ৫০৭ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১ হাজার ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে আরও ৪৯০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ধারাবাহিক অভিযানে মামলাভুক্ত আসামিদের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করা হয়। অভিযানে চায়না রাইফেল, একনলা বন্দুক, ওয়ান শুটার গান, এলজি ও অন্যান্য দেশি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ প্রতিরোধে এই ধরনের অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অস্ত্র পাচার রোধে অগ্রগতি হচ্ছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এসব অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এনএমএম/এমএইচএস