মাইলস্টোন ট্র্যাজেডি
আহতদের সেবা দিয়ে ফিরে গেল ভারতীয় চিকিৎসক দল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২১:৪০
---2025-07-28T213644-688799ff5dd00.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দেওয়া শেষে ফিরে গেছেন ভারতীয় চিকিৎসকরা। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশে এসেছিল।
চিকিৎসক প্রতিনিধি দলে ছিল ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল-নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা।
ঢাকায় অবস্থানকালে, ভারতীয় চিকিৎসকরা
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়েছেন।
- এসআইবি/এমআই