Logo

জাতীয়

জুলাই আন্দোলন

১৫ মামলায় চার্জশিট দিল পুলিশ, ৫ হত্যা মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ২২:০১

১৫ মামলায় চার্জশিট দিল পুলিশ, ৫ হত্যা মামলা

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলা-আগস্ট চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর প্রেক্ষিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১৫টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে রয়েছে ৫টি হত্যা মামলা ও ১০টি অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলা।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চার্জশিট দেওয়া ৫টি হত্যা মামলার মধ্যে ৩টি শেরপুর জেলায়, ১টি কুড়িগ্রামে এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এলাকায়। বাকি ১০টি মামলার মধ্যে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১টি, বরিশাল মেট্রোপলিটনের ১টি, চাঁপাইনবাবগঞ্জের ৩টি, সিরাজগঞ্জের ২টি, পাবনার ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীন ২টি মামলা।

এআইজি ইনামুল হক আরও বলেন, ‘এসব মামলার নিরপেক্ষ ও সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদারকি কার্যক্রম চলছে। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট।’

প্রসঙ্গত, চলতি বছর জুলাই-আগস্টে সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ব্যাপক জনসম্পৃক্ততা অর্জন করে। এ সময় দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একাধিক মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলা তদন্তে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না এবং অভিযুক্তদের রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নিয়ে কেবল অপরাধের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর