Logo

জাতীয়

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৩:২৯

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে ইসি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণসহ তিনটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৯ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত এ  সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় নির্বাচন কমিশনার ও সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির’ সভাপতিত্বে তার সভা কক্ষে ১২তম সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

চিঠিতে সভার আলোচ্যসূচিতে যা রয়েছে- জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুননির্ধারণ সংক্রান্ত; ভোটকেন্দ্র সংক্রান্ত; সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংক্রান্ত; এবং বিবিধ।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর