Logo

জাতীয়

সারাদেশে ১১ দিনের বিশেষ সতর্কতা, আইজিপি জানেন না নির্দেশনার কথা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:১৯

সারাদেশে ১১ দিনের বিশেষ সতর্কতা, আইজিপি জানেন না নির্দেশনার কথা

জুলাই ও আগস্ট পুরো মাসকে সতর্কতার সময় হিসেবে বিবেচনায় নিলেও ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ সতর্কতা জারির বিষয়টি অস্বীকার করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, পুরো সময় আমরা সতর্ক থাকব। তবে ১১ দিনের কোনও আলাদা নির্দেশনার কথা আমি জানি না।

এর আগে, সোমবার (২৮ জুলাই) পুলিশের বিশেষ শাখা (এসবি) কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা জানায়, দলটির কিছু নেতা-কর্মী অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারেন। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটে  বিশেষ সতর্কতা চিঠি পাঠায় বাহিনীটি। 

চিঠিতে বলা হয়েছে, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও সরকারবিরোধী দলগুলোর ধারাবাহিক কর্মসূচিকে কেন্দ্র করে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখা হচ্ছে।

এসবির ভাষ্য, এই সময়কালে দেশে-বিদেশে ছদ্মবেশে সক্রিয় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে একত্র হয়ে হামলা বা সহিংসতার পরিকল্পনা করতে পারেন। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা নৈরাজ্যের আশঙ্কা করছে বাহিনীটি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা সৃষ্টি, উসকানিমূলক প্রচারণা এবং সংঘর্ষ সৃষ্টির চেষ্টায় পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে।

এই প্রেক্ষাপটে ডিএমপি কমিশনার, বিভাগীয় ডিআইজি, চট্টগ্রাম-খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর