বিশেষ সতর্কতা জারি
রাজধানীর ১৪৬ পয়েন্টে চেকপোস্ট বসাচ্ছে ডিএমপি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৩১
-675ec37d58aa8-688886d5f0d1e.jpg)
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ১১ দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেওয়া নির্দেশনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কা থাকায় ডিএমপি রাজধানীর ১৪৬টি পয়েন্টে চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ সদর দফতর জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিকে ঘিরে ফ্যাসিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতেই জুলাই ও আগস্ট পুরো সময়কে বিশেষ সতর্কতার আওতায় আনা হয়েছে।
তবে এসবি আশঙ্কা করছে, গণঅভ্যুত্থান উদযাপনের শেষ ১১ দিনে (২৯ জুলাই-৮ আগস্ট) ছদ্মবেশী ফ্যাসিবাদী শক্তিগুলো নাশকতার চেষ্টা করতে পারে। এই আশঙ্কার ভিত্তিতেই দেশব্যাপী ১১ দিনের বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের সব ইউনিটকে।
বিশেষ অভিযানে নির্দেশনা অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ সকল যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দরের আশপাশে বিশেষ নজরদারি, মোবাইল পেট্রল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও সাইবার পেট্রল জোরদার করা হবে।
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর ১৪৬টি স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ইউনিট সর্বোচ্চ প্রস্তুত।
এ প্রসঙ্গে সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ অভিযানের মাধ্যমে নাশকতা রোধ করা গেলে এই আতঙ্ক কমবে।
তবে তিনি সতর্ক করে বলেন, বিশেষ অভিযানের নামে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশকে কঠোর নজর রাখতে হবে।