Logo

জাতীয়

আইজিপির সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৫৯

আইজিপির সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

আইজিপির সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ। ছবি : বাংলাদেশের খবর

জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক্সট্রা-জুডিশিয়াল, সামারি অ্যান্ড অ্যারবিট্রারি এক্সিকিউশন–সংক্রান্ত বিশেষ র‍্যাপোর্টিয়ার ড. মরিস টিডবল-বিনজ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

তিনি জানান, পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে ফরেনসিক তদন্ত, ময়নাতদন্ত প্রক্রিয়া ও মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশ মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা ফরেনসিক সক্ষমতা জোরদার করেছি।

তিনি আরও জানান, দেশে বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির প্রসারে বাংলাদেশ পুলিশ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে এবং প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান ও অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

উল্লেখ্য, ড. টিডবল-বিনজ একজন বিশিষ্ট ফরেনসিক চিকিৎসক ও জাতিসংঘে বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তার এ সফর বাংলাদেশের মানবাধিকার ও তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর