ভোটার তালিকা
খসড়া প্রকাশ ১০ আগস্ট, যুক্ত হচ্ছেন ৪৪ লাখ নতুন ভোটার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:১৩
-6879cc83e5274-687bb8b608c3e-68889ed2c3b3a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট (রোববার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ভোটার।
মঙ্গলবার (২৮ জুলাই) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে। কিন্তু সম্পূরক প্রকাশের আগেই আইন সংশোধন হয়ে আসায়;এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এ তালিকা প্রকাশ করা হবে।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
- এসআইবি/এমআই