Logo

জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি

মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা দেবে এনআইএমএইচ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৭:২৪

মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা দেবে এনআইএমএইচ

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সেবা দেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইএমএইচ)। এ লক্ষ্যে হাসপাতালটি জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) হাসপাতালটির পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ সেবা চালু এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) সঙ্গে সমন্বয়ে হটলাইন সেবা চালু করা হয়েছে।

হটলাইন নম্বরগুলো হচ্ছে: সকাল ১০টা - দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১ / ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা - বিকাল ৬টা: ০১৮৩৫১৫৩২৬২ / ০১৮৩৫১৫৪৩৪০, বিকাল ৬টা - রাত ১০টা: ০১৮৩৫১৫৩০০৫ / ০১৮৩৫১৫৬২৬২।

এছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

উত্তরায় বিমান বিধ্বস্ত

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর