Logo

জাতীয়

রংপুরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

Icon

সোহানুর রহমান, রংপুর

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১১:১৩

রংপুরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ছবি : সংগৃহীত

রংপুরের গংগাচড়া উপজেলাধীন আলদাদপু হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মামলার পরপরই পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজনের তথ্য সংগ্রহ করা হয়েছে। 

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পরদিন (রোববার) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তেজিত জনতা ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে পুলিশের একজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসেবে ১৫টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় আলদাদপুরের বাসিন্দা শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) গংগাচড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশ জনকে আসামি করা হয়েছে। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যাদের আজ আদালতে তোলা  হয়েছে-কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে মো. ইয়াছিন আলী (২৬), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৯), চাঁদখানা মাঝপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৭), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এস এম আতিকুর রহমান খান আতিক (২৪) ও চওড়া পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে  সাদ্দাম হোসেন  (২৩)। 

তারা ঘটনাস্থলের পাশেই নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকা থেকে এসে একদল লোক ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায় আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায়।

পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলমান থাকবে। ঘটনার প্রেক্ষিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

  • এনএমএম/এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর