আজ গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলকে দেবে ঐকমত্য কমিশন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:৫৫

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলকে দেবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, সুস্পষ্ট ঐকমত্যের একটি সুনির্দিষ্ট তালিকা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। তিনি বলেন, ‘আশা করছি বৃহস্পতিবারের মধ্যে আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলের কাছে তুলে দিতে পারব।’
বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ গ্রহণ করেন।
ড. আলী রীয়াজ বলেন, অনেকগুলো বিষয় ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে যা নিয়ে কমিশন আলোচনা করেছে। কমিশনের নিজস্ব আলোচনা অব্যাহত থাকবে এবং আশা করি বৃহস্পতিবারের মধ্যে কমিশন আপনাদের এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবে।
এর আগে, গত মঙ্গলবার অধিবেশনে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা শুরু হলেও তা শেষ হয়নি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব বিষয়ক আলোচনা এখনো হয়নি। কারণ, এ বিষয়টি এখনো উপস্থাপিত হয়নি। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব আপনাদেরকে (রাজনৈতিক দলগুলোকে) আলাদাভাবে দেওয়া হয়েছে এবং আমরা বলেছিলাম যে এর খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মন্তব্য আমাদেরকে জানাতে।
- ডিআর/এটিআর