
ছবি : সংগৃহীত
রাজধানীর মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট আটজন রোগী হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, সকাল পর্যন্ত ভর্তি ছিল ৩২ জন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুপুরে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা পরবর্তীতে রেগুলার চেকআপে ইনস্টিটিউটে আসবেন।
ছাড়পত্রপ্রাপ্ত তিনজন হলেন, তাসনুবা (১১), জাকির (৫৫) এবং শ্রেয়া (৯)। চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিনে নতুন করে কোনো মৃত্যুর খবর নেই।
এদিকে, ঘটনায় আইসিইউতে থাকা দুজন রোগীর মধ্যে একজনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আর আইসিইউতে বর্তমানে চিকিৎসাধীন নাভিদ নেওয়াজ নামের এক রোগী। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে। অন্যান্য রোগীরা ওয়ার্ডে চিকিৎসাধীন।