Logo

জাতীয়

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৬:৪৮

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, ১৩ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রতীকী ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় মোতাল্লেস হোসেন ও তার ঘনিষ্ঠদের ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। যাতে জমা ছিল প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিচারিক আদেশ অনুযায়ী মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে জব্দ করা হয়েছে। এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা ফ্রিজ করা হয়।

সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে, এসব হিসাবের মাধ্যমে অন্তত ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন, অর্থ পাচার ও অবৈধ উপায়ে সম্পদ গঠনের সঙ্গে এই লেনদেনের সরাসরি সম্পৃক্ততা থাকতে পারে। এরই পরিপ্রেক্ষিতে মোতাল্লেস হোসেনের সম্পদ ও অন্যান্য আর্থিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি।

এছাড়া, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এই প্রতারণার শিকার হয়েছেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি বলছে, পুরো ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র কাজ করেছে, যারা রাজনীতিবিদের পরিচয় ও প্রভাব কৌশলে ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছে। ঘটনাটি এখনো তদন্তাধীন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর