কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর খবর গুজব, সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৭:৪৬
---2025-07-31T174402-688b577a8491e.jpg)
নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু। ছবি : সংগৃহীত
নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “কারাগারে মৃত্যুর” খবরটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বাংলাদেশের খবরকে এ তথ্য জানান।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর পোস্টে দাবি করা হয়-ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু কারাগারে আটক অবস্থায় মারা গেছেন। যদিও বিষয়টি সম্পূর্ণ গুজব। কারা কর্তৃপক্ষ, তার পারিবারিক ও রাজনৈতিক ঘনিষ্ঠজনরাও বিষয়টি গুজব বলেই নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, পিন্টু কারাবন্দি ছিলেন না এবং মৃত্যুর সময় তিনি কোথাও আটক অবস্থায়ও ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে এবং এর সঙ্গে কারা কর্তৃপক্ষের কোনো রকম সংশ্লিষ্টতাই নেই।
এদিকে গুজবটি নিয়ে ইতোমধ্যে নেত্রকোনা ও আশপাশের এলাকায় নানা বিভ্রান্তি ছড়িয়েছে। কারা কর্তৃপক্ষ সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ ধরনের অসত্য তথ্য সামাজিক মাধ্যমে না ছড়ানোর অনুরোধও জানিয়েছে।
এনএমএম/এমআই