Logo

জাতীয়

রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:০৫

রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ জনের মরদেহ তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন।

শনিবার (২ অগাস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে।

হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা গণকবর দিয়েছেন তাদের বিচারের আওতায় আনা হবে।

এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম চৌধুরী গণঅভ্যুত্থান জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর