Logo

জাতীয়

জলবায়ু নীতিতে আইসিজে’র মতামত বড় চাপ সৃষ্টি করবে : উপদেষ্টা রিজওয়ানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:০৭

জলবায়ু নীতিতে আইসিজে’র মতামত বড় চাপ সৃষ্টি করবে : উপদেষ্টা রিজওয়ানা

‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর দায় নির্ধারণে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেশমূলক মতামত হয়তো বাধ্যতামূলক নয়, কিন্তু এটি বিশ্বজুড়ে নীতিনির্ধারণে নৈতিক সাহস ও চাপ সৃষ্টি করবে’— এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২ আগস্ট) ঢাকার পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল— ‘জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রগুলোর বাধ্যবাধকতা সংক্রান্ত আইসিজে’র উপদেশমূলক মতামতের তাৎপর্য ও ভবিষ্যৎ করণীয়’।

রিজওয়ানা হাসান বলেন, ‘এই মতামত বর্তমান বৈরী বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের আশা জাগায়। এটি আন্তর্জাতিক আলোচনায় রাষ্ট্রগুলোকে চাপের মুখে ফেলবে। এই চাপ বিবেচনায় নিয়ে তাদের নীতিমালায় পরিবর্তন আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যেখানে শুধু সুশীল সমাজ নয়, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। আজ আমরা টিকে থাকলেও, ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ঝুঁকিতে পড়বে। এখনই পদক্ষেপ না নিলে তারাই আমাদের জবাবদিহিতার আওতায় আনবে।’

উপদেষ্টা নদীভাঙন, দুর্বল অবকাঠামো, জলবায়ু অভিযোজন পরিকল্পনা ও স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে আরও কার্যকর করতে সরকারি-বেসরকারি সমন্বয়ের কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘প্রকৃতি-নির্ভর সমাধান এবং নৈতিক দায়িত্ববোধ থেকেই আমাদের সামনে এগোতে হবে। তরুণদের নিয়ে পরিবেশবান্ধব ১০-১২টি বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতে পারলে একটি শক্তিশালী জলবায়ু চেতনা তৈরি হবে।’

পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট হাফিজ খান। আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অধ্যাপক পায়াম আখভান, অধ্যাপক মেরি-ক্লেয়ার ও নিকোল অ্যান।

আলোচনায় আরও অংশ নেন: পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ন্যাকম নির্বাহী পরিচালক এস.এম. মুনজুরুল হান্নান খান, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ব্র্যাকের পরিচালক লিয়াকত আলী, সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, ফ্রেন্ডশিপের সিনিয়র পরিচালক কাজী আমদাদুল হক, ইয়ুথ নেট গ্লোবালের সোহানুর রহমান প্রমুখ।

গোলটেবিলটিতে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, পরিবেশবাদী সংগঠন ও তরুণ প্রতিনিধির সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

রিজওয়ানা হাসান বলেন, সময় এখনই। ন্যায়বিচারভিত্তিক জলবায়ু পদক্ষেপে নেতৃত্ব দিতে হবে আমাদেরই।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৈয়দা রিজওয়ানা হাসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর