Logo

জাতীয়

৫ আগস্ট ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:১৬

৫ আগস্ট ঘিরে  নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি : সংগৃহীত

আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’ 

আওয়ামী লীগের গোপন কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গোপন প্রশিক্ষণ বা পরিকল্পনার বিষয়গুলো তদন্তসাপেক্ষ। তদন্ত করলে সব জানা যাবে।’

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা সত্য তুলে ধরছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি মিডিয়ার অবস্থানও এখন অনেকটাই বদলেছে। তারা আগের মতো সরব হতে পারছে না।’ 

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট রাজধানীতে 'জুলাই ঘোষণাপত্র' আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দিনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা থাকলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির আশ্বাস মিলেছে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর