Logo

জাতীয়

ভয়ে দিন কাটছে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কর্মকর্তাদের

আশ্বস্ত করলেন চেয়ারম্যান

Icon

তরিকুল ইসলাম সুমন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:৪৩

ভয়ে দিন কাটছে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কর্মকর্তাদের

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উন্নয়ন কার্যক্রম কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ধীরগতিতে চলছে। এদিকে রাজনিতক পট পরিবর্তনের পর বিভিন্ন অভিযোগ ও ট্যাগিংয়ের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তারা মানসিকভাবে বিপর্যস্ত-ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ‘কর্মকর্তাদের দলীয় ট্যাগ দিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাজেহাল করার চেষ্টা করছেন। বেশ কিছু অভিযোগও এসেছে। ফলে কর্মকর্তারা অনেকটা ভীত হয়ে পড়েছেন। বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।’

চলমান ১২টি প্রকল্প যেগুলো অনেকটাই নদীর চলাচল ও অবকাঠামো রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোর কাজও ধীরগতিতে চলছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তারা অভিযোগ করেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে কর্মচারীদের লক্ষ্যবস্তু করে তাদের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করছে। তারা অনৈতিক সুবিধা দাবি করেন এবং প্রত্যাখ্যান করলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিআইডব্লিউটিএ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

কর্মকর্তারা বলেন, আগে কাজের বিভিন্ন ছবি ও নিউজ যুক্ত করে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়ে দলীয় ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে। যা প্রতিষ্ঠানটিতে ভীতিকর পরিবেশ তৈরি করেছে এবং ও কাজে বিঘ্ন ঘটাচ্ছে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বর্তমানে চলমান প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নদীর খাল রক্ষার জন্য বৃহৎ খনন কাজ। এর মধ্যে জামালপুরের ব্রহ্মপুত্র ও ঝিনাই নদী, কুড়িগ্রামের ধরলা নদী, দিনাজপুরের তোলাই ও পুনর্ভবা নদী, টাঙ্গাইলের বাঁশী নদী, গাইবান্ধার ঘাঘট নদী, গাজীপুরের নাগদা নদী এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিভিন্ন নদী অন্তর্ভুক্ত। অন্য প্রধান প্রকল্পগুলো হলো ঢাকার চারপাশে একটি বৃত্তাকার পথ নির্মাণ, নদীর সীমানা নির্ধারণের জন্য সীমারেখা পিলার স্থাপন এবং ৩৫টি নতুন খননযন্ত্র কেনার উদ্যোগ। যেটিতে বেশ কয়েক বছর ধরে বরাদ্দ থাকছে না।

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন এবং সময়মতো সমাপ্তি নিশ্চিত করতে আমরা কাজ করছি। কিন্তু একটি স্বার্থান্বেষী পক্ষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং কর্মকর্তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগের সঙ্গে যুক্ত করে হুমকি দিচ্ছে। এটি আমাদের কাজের গতিকে বাধাগ্রস্ত করছে। কিছু কিছু সাপ্তাহিক ও দৈনিক পত্রিকাকে ম্যানেজ করে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করছে। যা আবার ডকুমেন্ট হিসেবেও বিভিন্ন দফতরে পাঠানো হচ্ছে। তারা চাকরির ভয় দেখাচ্ছে এবং অনৈতিক সুবিধা চাচ্ছে। তিনি গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমরা সর্বদা স্বচ্ছতার প্রতি বিশ্বাসী। গণমাধ্যমকর্মীরা চাইলেই আমাদের সঙ্গে অথবা আমাদের জনসংযোগ বিভাগে যোগাযোগ করতে পারেন, তাহলে প্রকৃত সত্য ও সঠিক তথ্য জানতে পারবেন। এতে বিভ্রান্তি কমবে এবং কর্মীদের মনোবল ক্ষতিগ্রস্তও হবে না।

এবিষয়ে বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম আরিফ উদ্দিন বলেন, আমাদের প্রকল্পে বেশ কয়েক বছর ধরেই প্রয়োজনীয় বরাদ্দ নেই। তার ওপরে কর্মকর্তাদের আওয়ামী লীগ বা দলীয় ট্যাগ নিয়ে হেনস্থার অভিযোগ রয়েছে। এটি উদ্বেগের। এ ধরনের ট্যাগের ভয়ে অনেকে ঠিকভাবে কাজ করতে পারছেন না।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর