Logo

জাতীয়

ছাত্রদলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:০১

ছাত্রদলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। রোববার (৩ আগস্ট) সকাল থেকেই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গোয়েন্দা সংস্থার সদস্য ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নিয়মিত টহল এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

প্রসঙ্গত, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত এবং দেশের নানা জেলা থেকে নেতা-কর্মীরা এসে জড়ো হচ্ছেন শাহবাগ এলাকায়। এতে সড়কে যানজট ও জনচাপও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি ছাত্রদল শাহবাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর