‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ ৫ আগস্ট, আয়োজন দিনভর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৮:০৪
-(9)-688f504e1f7ad.jpg)
প্রতীকী ছবি
এক বছর আগে সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট মঙ্গলবার প্রকাশিত হতে যাচ্ছে বহু প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’। এ দিন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করা হবে।
রোববার (৩ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে।
পোস্টে বলা হয়, “ছত্রিশ জুলাই-গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো জাতি এক হয়েছিল।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, “এক বছর পর এই দিনটি ফিরে এসেছে। এবার সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে জাতির সামনে উপস্থাপিত হবে 'জুলাই ঘোষণাপত্র'-যা নতুন বাংলাদেশের কাঠামো ও দর্শনের পথনির্দেশনা দেবে।”
৫ আগস্টের দিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘৩৬ জুলাই উদযাপন’ শিরোনামে প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ সময়সূচি। এতে বলা হয়: সকাল ১১টা অনুষ্ঠান শুরু, বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও রাত ৮টায় ব্যান্ডদল আর্টসেল এর পরিবেশনা।
আয়োজনটি বাস্তবায়ন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
এ ঘোষণাপত্রকে ঘিরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়েছে একটি সমন্বিত মতামত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, “জাতির ভবিষ্যৎ রূপরেখা হিসেবে এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি হয়েছে।”
এছাড়া ৫ আগস্ট সন্ধ্যার পর রাষ্ট্রীয়ভাবে এ ঘোষণাপত্রের সারসংক্ষেপ ও ব্যাখ্যা প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
- এনএমএম/এমআই