Logo

জাতীয়

নির্বাচনী পরিবেশ দেখতে সেপ্টেম্বরে আসছে ইইউ প্রতিনিধি দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৪২

নির্বাচনী পরিবেশ দেখতে সেপ্টেম্বরে আসছে ইইউ প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী সেপ্টেম্বরে মাঝামাঝিতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওই দলে ৩ জন বিদেশি ও ৪ জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন জানিয়ে আখতার আহমেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইইউ প্রতিনিধি দলের আগমনের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘ইইউ পর্যবেক্ষণ দল মিড সেপ্টেম্বরে দেশে আসবে। এরমধ্যে তিনজন বিদেশি ও চার জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। সচিব জানান, প্রতিনিধি দলটি প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশন বা নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করবে। এ সময় তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং পরিবেশ মূল্যায়ন করবেন।’

এদিকে রোববার (৩ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। দিন দিন এ ইলেকশন কমিশনকে যত দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন।’

এ বিষয়টি আজ নজরে আনলে ইসি সচিব বলেন, ‘মেরুদণ্ড না থাকলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি কীভাবে? রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না। আমার এরিয়াটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। প্রথম উত্তরটা যদি নেন, তাহলে এখন পর্যন্ত তো দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি।’

তিনি প্রশ্ন রাখেন, ‘আমি যদি ইসির অংশ হয়ে থাকি, তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটাকে কি মনে হয় না যে আমার মেরুদণ্ড আছে?’

আস্থার ঘাটতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আস্থার বিষয়টি হচ্ছে আমি কতটুকুতে খুশি হব এটি নিজের ব্যাপার। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপনাদের মাধ্যমে তো আমরা সবকিছু জানাচ্ছি। যতটুকু সম্ভব সব তথ্যই আপনাদেরকে আমরা দেই। আপনাদের প্রশ্ন এবং পূরক প্রশ্নেরও জবাব দেই।’

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর