Logo

জাতীয়

গণঅভ্যুত্থানের এক বছর : প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হলো

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:১১

গণঅভ্যুত্থানের এক বছর : প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হলো

ছবি : সংগৃহীত

শত শত ছাত্রজনতার রক্ত, ঘাম ও প্রাণের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে জনবিস্ফোরণ ঘটেছিল, তা স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল-নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ছিল মানুষ।

দেয়ালে দেয়ালে আঁকা হয়েছিল এক বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচিত্র। “গণতন্ত্র, সাম্য ও সুশাসন”-এই তিনটি শব্দ যেন হয়ে উঠেছিল আন্দোলনের মূলমন্ত্র। কিন্তু অভ্যুত্থানের এক বছর পর, আজ মঙ্গলবার, সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপ নিয়েছে, সে প্রশ্ন তীব্র হয়ে উঠেছে।

গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। বরং অনেক প্রতিশ্রুতি এখন ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণ গণতান্ত্রিক সরকার গঠনের কথা থাকলেও তার বিশ্বাসযোগ্যতা নিয়েও জনমনে রয়েছে অনিশ্চয়তা ও সংশয়।

অভ্যুত্থানের প্রধান চালিকাশক্তি ছিল ছাত্র-তরুণ প্রজন্ম। তাদের প্রত্যাশা ও দাবি থেকেই সৃষ্টি হয়েছিল ‘জুলাই আন্দোলন’, গঠিত হয়েছিল ‘জাতীয় ঐকমত্য কমিশন’। কিন্তু আজও প্রকাশ হয়নি ‘জুলাই সনদ’। এই সনদ প্রকাশে সব রাজনৈতিক দলের সম্মতির কথা থাকলেও গত এক বছরে তার তেমন অগ্রগতি দেখা যায়নি।

দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবের চিত্র ভিন্ন। সংস্কারের গতি মন্থর, নানা সিদ্ধান্তে রাজনৈতিক সদিচ্ছার অভাব পরিলক্ষিত হচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলে সংঘটিত গণহত্যার বিচারের দাবিও এখন অনেকটা নীরব হয়ে এসেছে।

চাঁদাবাজি, সন্ত্রাস ও মব কালচারের সংস্কৃতি এখনো পুরোপুরি নির্মূল হয়নি। বরং নতুন কিছু রাজনৈতিক দল ও সংগঠন সাধারণ মানুষের ভাষা ও ভাবনার সঙ্গে সংযোগ স্থাপনেও ব্যর্থ হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, যিনি ‘জুলাই আন্দোলন’-এর সময় শেখ হাসিনার ছবি নামিয়ে সাহসী ভূমিকায় আলোচনায় এসেছিলেন, তিনি বলেন, “বৈষম্য এখনো রয়ে গেছে। নারীর নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন-এসব জায়গায় অনেকটা স্থবিরতা আছে। তবে এখন অন্তত মানুষ কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে-এটাই বড় অর্জন।”

নতুন বাংলাদেশ গঠনের পথে প্রথম ধাপ ছিল এই গণঅভ্যুত্থান। তবে সেই পথে চলতে গেলে এখনো বহু বাধা, বহু প্রশ্ন রয়ে গেছে।

  • এসআইবি/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর