Logo

জাতীয়

আইজিপির ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:২১

আইজিপির ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) ছবি ও কণ্ঠস্বর নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ভিডিওটিতে আইজিপির একটি স্থিরচিত্র ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি স্পষ্টতই বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইনসহ অন্যান্য আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের প্রযুক্তি-নির্ভর বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে এবং কোনো ভিডিও বা বার্তা যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিমূলক কনটেন্ট প্রচার বন্ধে পুলিশ সাইবার ইউনিট নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর