গণঅভ্যুত্থান : প্রধান উপদেষ্টাকে পিআইবির বই দিলেন ফারুক ওয়াসিফ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:৫১
-(68)-6891b7ed52fec.jpg)
ড. ইউনূসের হাতে বই তুলে দিচ্ছেন ফারুক ওয়াসিফ। পাশে আছেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : ফেসবুক থেকে নেওয়া
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হলো প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক প্রকাশিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক গবেষণা ও সংকলন গ্রন্থ। জুলাই গণ-অভ্যুত্থান দিবসের (মঙ্গলবার, ৫ আগস্ট) সকালে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে বইগুলো উপহার দেন।
ফারুক ওয়াসিফ তাঁর ফেসবুক আইডিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তোলা ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে দেখা যায়, তিনি ড. ইউনূসের হাতে ‘তারিখে জুলাই’ বইটি তুলে দিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বইগুলি দেখে ড. ইউনূস খুশি হয়েছেন উল্লেখ করে ফারুক ওয়াসিফ ফেসবুকে লিখেছেন, ‘‘স্যার (প্রধান উপদেষ্টা) বললেন, বইগুলি বিক্রি হচ্ছে তো? বইগুলির মধ্যে বিশেষত ‘তারিখে জুলাই’ দেখে বেশ খুশি হলেন।’’
সে সময় সেখানে ছিলেন ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি তোলার সময় ড. ইউনূস তাকেও সঙ্গে ডাকেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন পিআইবি মহাপরিচালক।
আজ ৫ আগস্ট— ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পূর্তি। এই দিনটি স্মরণে দেশজুড়ে পালিত হচ্ছে শোক ও শ্রদ্ধার নানা কর্মসূচি। শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, নাগরিক সমাবেশ, সাংস্কৃতিক আয়োজন এবং নানা ভাবগম্ভীরতা ঘিরে উদযাপিত হচ্ছে দিনটি। অনেকের কাছে এই দিনটি শুধুই একটি ইতিহাস নয়, বরং এক নতুন পথচলার প্রেরণা। এই দিনেই প্রকাশিত হতে যাচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। এ দিন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র পাঠ করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করবেন।
এমআই/এইচকে