Logo

জাতীয়

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ‘সরকার পতনের মুহূর্ত’ উদযাপন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:৪৭

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ‘সরকার পতনের মুহূর্ত’ উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই পুনর্জাগরণ’। এ অনুষ্ঠানে উপস্থিত জনতা শেখ হাসিনা ‘সরকার পতনের মুহূর্ত’ উদযাপন করেছেন। হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন উড়িয়ে তারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টির প্রতীকী উদযান করেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই মানুষ আসতে থাকে অনুষ্ঠান স্থলে।

দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টার পর থেকে হাজারো দর্শক-শ্রোতাদের হাতে দেখা যায় হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন, জাতীয় পতাকা। এ সময় তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন, কখন বাজবে ২টা ২৫ মিনিট। অপেক্ষার পালা শেষ হতেই হাজারো কণ্ঠে একসঙ্গে স্লোগান দিতে শোনা যায়, ‘পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে’। 

এর দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়। সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেন রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করলে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এরপর কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সংগীত পরিবেশন শুরু হয়।

‘জুলাই পুনর্জাগরণ’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি প্রজন্মের চেতনার পুনর্জন্ম—এমন মন্তব্য করেছেন আয়োজকেরা। তারা জানান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজারো মানুষ রাজধানীতে এসে যোগ দিয়েছেন। সরকারি খরচে একাধিক ট্রেন ভাড়া করে অংশগ্রহণকারীদের ঢাকায় আনা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি চলবে রাত ৮টা পর্যন্ত। গান, আবৃত্তি, পথনাটক ও আলোচনার মধ্য দিয়ে স্মরণ করা হবে গত বছরের ঐতিহাসিক আন্দোলন, শহীদদের আত্মত্যাগ এবং একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর