Logo

জাতীয়

‘মিডিয়া প্রোপাগান্ডারও একটা লিমিট থাকে’ বলে চটেছেন সারজিস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৮

‘মিডিয়া প্রোপাগান্ডারও একটা লিমিট থাকে’ বলে চটেছেন সারজিস

ছবি : ফেসবুক থেকে নেওয়া

গণমাধ্যমের ওপর চটেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিক্ততার সুরে তিনি বলেছেন, মিডিয়া প্রোপাগান্ডারও একটা লিমিট থাকে। ন্যূনতম পেশাদারিত্ব তো থাকা উচিত!

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজের পোস্টের কমেন্টে এ কথা লেখেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘লন্ডনে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের ডজন-খানেক শীর্ষ নেতৃবৃন্দ, সেখানে আছেন....’। এরপর বিস্তারিত আর কিছু লেখেননি। 

এর আগে মঙ্গলবার সকালে গণমাধ্যমে খবর আসে নাগরিক পার্টির (এনসিপি) ৪ নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাসনিম জারা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করছে গেছেন।

পরে অবশ্য এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে হাসের বৈঠকের খবরটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাহলে এ বিষয়টি নিয়ে ইঙ্গিত করেই কি ফেসবুক পোস্টে এ কথা লিখেছেন সারজিস?

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর