Logo

জাতীয়

সারাদেশে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৯:৪১

সারাদেশে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

ছবি : সংগৃহীত

ইতিহাস বদলে দেওয়া গণঅভ্যুত্থান দিবস আজ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে (২০২৪ সালের ৫ আগস্ট) দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে দিনটি। জেলায় জেলায় নানা ব্যানারে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। সারাদেশ থেকে তথ্য পাঠিয়েছেন বাংলাদেশের খবরের প্রতিনিধিরা। 

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন। 

নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। সকালে মহানগরীর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

দিবসটি উপলক্ষে র‌্যালি  ও সমাবেশ হয়েছে ভৈরবে। সকালে স্থানীয় এমপি গার্লস হাইস্কুলে সমাবেশ শেষে একটি র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

ফরিদপুরে বিজয় র‍্যালী করেছে বিএনপি। সদরপুর উপজেলা বিএনপি উদ্যোগকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। 

দিনটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। সকালে নগরীর সিএন্ডবি মোড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক। উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ অন্যরা।

নব উদ্যমে র‍্যালী হয়েছে সিলেটে। মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা জুলাই জাগরণের চেতনাবিরোধী যেকোনো কার্যক্রম রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়েছে রংপুরে। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাঈদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাইযোদ্ধা, বিভাগীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে ময়মনসিংহে। এতে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদসহ রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা ।

দিবসটি পালন হয়েছে খুলনায়ও। নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মাণ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বিজয় র‌্যালি হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। দুপুরে গণ-অধিকার পরিষদ উপজেলা শাখার আয়োজনে র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফসহ জেলার বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে পুরাতন বাস-স্ট্যান্ড গোল-চত্বরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি হয়েছে মুন্সীগঞ্জে । সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়েছে বগুড়ায়। সকালে স্কুল ছাত্র শহীদ রাতুল, শুভ ও দর্জি শিমুল মন্ডলের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক 'হোসনে আফরোজাসহ অন্যরা। পরে শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলয়াতনে এক আলোচনা সভা হয় । 

বর্ণিল আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এছাড়া, দিনাজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, সাতক্ষীরা,মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় পালন করা হয়েছে দিনটি।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর