নির্বাচনী আচরণবিধি নিয়ে ইসির বৈঠক বৃহস্পতিবার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:২৭

ছবি : সংগৃহীত
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৭ আগস্ট) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৬ আগস্ট) কমিশনের উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের নবম সভা বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভা কক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সিইসি। সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। তাই উপরিউক্ত বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ৩০ জুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।
- এসআইবি/এটিআর