
আজ ২২ শ্রাবণ, বাংলা সাহিত্যের অমর সাধক, নোবেলজয়ী কবি ও বাঙালি জাতিসত্তার অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে, (১৯৪১ সালের ৭ আগস্ট) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পরপারে পাড়ি জমান বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক।
বর্ষা ছিল রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। আর এই বর্ষাতেই চিরবিদায় নেন তিনি। তবে মৃত্যুতে তিনি ফুরিয়ে যাননি— তিনি বেঁচে আছেন তাঁর কবিতা, গান, গল্প, নাটক, প্রবন্ধ ও দর্শনে। তাঁর ‘আমার সোনার বাংলা’ আজ বাংলাদেশের জাতীয় সংগীত। মুক্তিযুদ্ধের দিনগুলোতেও তাঁর সৃষ্টিগুলো ছিল প্রেরণার উৎস।
বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে আজ দেশে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পালন করছে স্মরণানুষ্ঠান। রাজধানীর ধানমন্ডির ছায়ানটে আজ সন্ধ্যা ৭টায় থাকছে বিশেষ অনুষ্ঠান। এছাড়া বাংলা একাডেমিতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে স্মরণসভা ও সাংস্কৃতিক পরিবেশনা।
রবীন্দ্রনাথ কেবল একজন কবি ছিলেন না, ছিলেন এক জীবন্ত প্রতিষ্ঠান। সাহিত্য ছাড়াও শিক্ষা, কৃষি, সংগীত, চিত্রকলা ও সমাজ সংস্কারে তাঁর অবদান অপরিসীম। ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
এমএইচএস