নির্বাচন আয়োজনের চিঠি আশা করি দ্রুত পাব : সিইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:০৫
-AMM-Nasir-Uddin-68931adb51878.jpg)
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে নির্বাচন হবে। তিনি আমাদের একটি চিঠি দেবেন বলেছেন। আশা করি দ্রুত আমরা চিঠি পেয়ে যাব।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আমাদের ভোটের প্রস্তুতি চলমান রয়েছে। ছুটির দিনেও আমাদের ইসির কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন। ভোটার তালিকা তৈরির মতো বড় কাজ আমরা করে ফেলেছি।
তিনি বলেন, আমরা তরুণদের ভোটের সুযোগ দিতে ভোটার তালিকা আইনে সংশোধন এনেছি। খুব শিগগিরই আমরা খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব।
নাসির উদ্দিন বলেন, আমরা এবার ভোটের সচেতনা গণমাধ্যমকে নিয়ে করতে চাই। নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা রয়েছে। বিশ্ববাসী যেন দেখে আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই।
সংসদীয় সীমানা বিষয়ে তিনি বলেন, সংসদীয় সীমানা নির্ধারণ করতে আমরা একটি বিশেষায়িত কমিটি করেছি। তারা একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সংসদীয় সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছে।
সিইসি বলেন, খসড়া প্রকাশের পর বিভিন্ন জায়গায় হইচই পড়ে গেছে। খসড়ার ওপর একটি শুনানি হবে। তারপর আমরা তা চূড়ান্ত করব।
এসআইবি/এমবি