সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে : সিইসি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:২৭

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন || ছবি : বাংলাদেশের খবর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের নির্বাচনী প্রস্তুতি চলমান রয়েছে, যা সেপ্টেম্বরে মধ্যে শেষ হবে।
বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারির প্রথম দিকে ও রমজানের আগে নির্বাচন হবে। আমাদের এ সংক্রান্ত একটি চিঠি দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আশা করি দ্রুতই আমরা চিঠি পেয়ে যাব।’
সংসদীয় সীমানা বিষয়ে তিনি বলেন, ‘সংসদীয় সীমানা নির্ধারণ করতে আমরা একটি বিশেষায়িত কমিটি করেছি। তারা একটি সাইন্টিফিক পদ্ধতিতে সংসদীয় সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করেছে। খসড়া প্রকাশের পর বিভিন্ন যায়গায় হইচই পড়ে গেছে। খসড়ার ওপর একটি শুনানি হবে। তারপর আমরা চূড়ান্ত করব।’
এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনের সময়ে এআই এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। আমরা এবার ভোটের সচেতনতা গণমাধ্যমকে নিয়ে করতে চাই। নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা রয়েছে। বিশ্ববাসী যেন দেখে আমাদের চেষ্টার কোন ঘাটতি নেই।’
অনেক রাজনৈতিক দল বলছে নির্বাচন কমিশনের উপর আস্থা নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক অনেক কথা হয়।আমরা কাজ করছি আমাদের কাজ দেখে তারা আমাদের উপর আস্থা রাখবেন আশা করি। নির্বাচনের তফসিলের বিষয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ হলে দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে।’
এসআইবি/এএ