Logo

জাতীয়

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫৫

নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে জেলা পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকটি ছিল নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতির অংশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা লটারির মাধ্যমে এসপি ও ওসিদের পদায়ন করব। এতে করে কোনো পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।’

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। তাদের সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে তারা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ হবে, তারাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া ভোটের প্রায় দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন।

সবমিলিয়ে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার ও প্রশাসন একাধিক প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয় বৈঠকে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর