ছাত্রজনতার গণঅভ্যুত্থানকালের ১৯ মামলায় চার্জশিট

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:২৮
---2025-08-06T202655-6893667808cd5.jpg)
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া ১৯টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য অপরাধে দায়ের হওয়া মামলা।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা মামলার এলাকা বিবরণ বিষয়ে তিনি বলেন, চার্জশিট দেয়া মামলাগুলোর মধ্যে ৩টি শেরপুরে, ১টি ফেনীতে, ১টি চাঁদপুরে, কুমিল্লায় ১টি, কুড়িগ্রামে ১টি ও চট্টগ্রাম মেট্রোপলিটনে ১টি।
অন্যান্য মামলার বিষয়ে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ১টি, বরিশাল মেট্রোপলিটন পুলিশে ১টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, সিরাজগঞ্জে ২টি, পাবনায় ১টি, জামালপুরে ১টি ও পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে ২টি।
তিনি আরও জানান, বাকি মামলাগুলোর তদন্ত চলমান এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন।
- এনএমএম/এমআই