সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, সভাপতিত্ব করছেন ড. ইউনূস

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:৩১

সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে বৈঠকে যোগ দিতে সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় এটি প্রধান উপদেষ্টার সচিবালয়ে দ্বিতীয়বারের উপস্থিতি। তার আগমন ঘিরে সচিবালয় ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের প্রতিটি প্রবেশপথে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
বিশেষ করে সচিবালয়ের পাঁচটি গেটেই বৃহস্পতিবার সকাল থেকে মোতায়েন রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল। নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে। চলছে পরিচয় যাচাই ও তল্লাশি।
উল্লেখ্য, উপদেষ্টা পরিষদের এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন প্রশাসনিক ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি এবং প্রশাসনিক রদবদল নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএমএম/এমবি