Logo

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের পরিচয় এখনও মেলেনি

Icon

বাংলাদেশ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩৭

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৬ জনের পরিচয় এখনও মেলেনি

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ এখনও শনাক্ত হয়নি। ফলে এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহগুলো বৃহস্পতিবার (৭ আগস্ট) আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হচ্ছে বেওয়ারিশ হিসেবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের পরিচয় মেলেনি ঠিকই, তবে তাদের ডিএনএ নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য পরিচয় শনাক্তের সুবিধার্থে।

চলতি বছরের ১০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল ঢামেকে সংরক্ষিত এ ছয় মরদেহের তথ্য প্রকাশ্যে আনে। সেল জানায়, মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে একজনের নাম এনামুল, বয়স আনুমানিক ২৫ বছর।

বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়নাতদন্ত প্রতিবেদনে পাঁচজনের মৃত্যুর কারণ ‘আঘাতজনিত’ উল্লেখ করা হয়েছে। তবে এনামুলের ক্ষেত্রে বলা হয়েছে, তার মৃত্যু হয়েছে ‘উঁচু স্থান থেকে নিচে পড়ে’ যাওয়ার ফলে।

দীর্ঘ সময়েও নিহতদের স্বজন বা পরিচিত কেউ খোঁজে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফনের সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার তা বাস্তবায়ন হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মরদেহগুলো দাফনের পরও তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর