
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ। ছবি : সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ডিবির কর্মকর্তারা জানান, ড. কলিমুল্লাহর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে তার বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও পদে থেকে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের সময় তার বাসা তল্লাশি করে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে বলেও জানা গেছে। দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে।
দুদকের এক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে অনুসন্ধান চলছিল। অবশেষে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি দুদকের মামলায় পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ড. কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন। তার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক মহলে একাধিকবার অসন্তোষ দেখা দেয়।
এনএমএম/এমবি